আজকে আমাদের আলোচনার বিষয়-রোপণের স্থান।যা “বৃক্ষ রোপণ ও পরিচর্যা” এর অন্তর্ভুক্ত।
রোপণের স্থান
১. মহাসড়ক ও সড়ক— মেহগনি, শিশু, মিনজিরি, ইউক্যালিপটাস,অর্জুন, জারুল, খেজুর, জাম, আম, সেগুন বড়ই, তেঁতুল, বট ও রেইনটি।
২. কৃষি খামার— ইউক্যালিপটাস, শিশু, বাবলা, বকাইন, রেইনটি ,সহেনা, ঝাউ, কড়ই, আর্জুন, আকাশমণি, ম্যানজিয়াম।
৩. শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠান — বকুল, উইপিং, দেবদারু, কণকচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগেশ্বর, সর চাপা, ঝাউ, কাঞ্চন, নারকেল, সুপারি, আম, লিচু, কাঁঠাল, আর, সোনালু, ইউক্যালিপটাস, বটলব্রাশ, জজারা ও পেয়ারা।
৪. রেল সড়ক— ইউক্যালিপটাস, আকাশমণি, শিশু, বাবলা, খেজুর, তাল, খয়ের,মেহগনি, রাজকড়ই।
৫. নগরের সড়ক—কৃষ্ণচূড়া, বকুল, পেস্টুফোরাম, তেলগুর, কই, সোনালু, কেসিয়া, নতুসা, চাপা, মহুয়া, শিশু, আকাশমণি, মেহ্যানি, নাগেশ্বর, ঝাউ, পাইন।
৬. বাঁধ—বাবলা, ইপিল ইপিল, শিশু, খেজুর, তাল, আকাশমণি, রেইনটি ।
৭. উপকূল—রেইনট্রি, মান্দার, বাবলা, শিশু, খেজুর, ঝাউ, করমচা, কই, ছোলা, ইউক্যালিপটাস, ইপিল ইপিল, নারকেল, সুপারি, বায়েন, কেওড়া, তাল, হি জারুল, গাব, সোনালু, গর্জন, বট, নিম, ঘোড়া নিম, মিনজিরি, তেঁতুল, টাকি ম কালোজাম, চাপা, বাশ, শিলকড়ই, পিটালি।
৮. বসতভিটে—আম, জাম, কাঠাল, পেয়ারা, লেবু, শরিফা, বেল, নিম নারকেল, সুপারি, কামরাঙা, ডালিম, জামরুল, লিচু, কলা, পেঁপে, পাতাবাহার, ফুল ও সবজি, উত্তরে ও পশ্চিমে উঁচু গাছ, বাঁশ, বেত, ল কম উঁচু হয় এমন গাছ।
৯. নদীনালার পাশে বালি জমি—শিশু, পিটালি, ছাতিয়ান, ঝাউ, শিমুল, খেজুর।
১০. বসতভিটের পাশে নিচু স্যাঁতসেঁতে জমি — হিজল, মাদার, পিটালি, অর্জুন, বট, অশ্বত্থ, রেইনট্রি, অশোক, ছাতিম, কদম, জারুল, শিমুল, জন্ম, বেঙ্গুর ইউক্যালিপটাস, বাশ, বেত, মূর্তা, হোগলা, পিতরাজ, কাজল, পুনে, পলাশ, সোনালু, বরুনা, বুহাল, শিশু, চালতা, জলপাই।
১১. উঁচু অনাবাদী পতিত জায়গা— আকাশমণি, মিন কাজুবাদাম, ইউক্যালিপটাস, ম্যানজিয়াম।
১২. পুকুর পাড়—নারকেল, ইপিল ইপিল, কলা, ধান, খেজুর, তাল, সুপারি
১৩. কৃষি জমির ধারে-ডোল কমলি, ফণিমনসা, আনারস মার
১৪. গ্রামীণ হাট-বাজার—বট, পাকুড়, রেইনট্রি, তেঁতুল, মেহগনি, আম, জাম।
১৫.শিল্প-কারখানা ও বাণিজ্যিক এলাকা— মেহগনি, বকুল, রেইনট্রি, রাজকড়ই, তেঁতুল, নিম, ইউক্যালিপটাস।
১৬. পার্ক, মসজিদ, মন্দির, মঠ, গীর্জা, করবস্থান, শ্মশান- নাগেশ্বর, বকুল, ইউক্যালিপটাস, মেহগনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পাতাবাহার, রঙ্গন, রক্তন, পলাশ, বোতলব্রাশ, যুজা, পাইন, চাপা, পাম, ঝাউ, অরোকেরিয়া, জবা, শেফালি।
আরও দেখুনঃ