কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়

আজকে আমাদের আলোচনার বিষয়-কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়।যা “সামাজিক বনায়ন” এর অন্তর্ভুক্ত।

কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়

 

কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়

 

১. জ্বালানি-আম, শিশু, জাম, ইপিল ইপিল, রেইনট্রি আকাশমণি, ইউক্যালিপটাস, ম্যানজিয়াম, হিজল, দেবদারু, বকাইন, বাবলা, ঝাউ, পিটালি । 

২. পশুখাদা-ইপিল ইপিল, কড়ই, কাঁঠাল, পাকুড়, শেওলা, যজ্ঞডুমুর, কুল, শিলাদি,চাপালিশ, খয়ের, তুত, গ্লিরিসিডিয়া, ডিগনি কদম, মান্দার, বর্তা, ভেরেণ্ডা, বকফুল,বট, শিমূল, গামারি, জরা, সজিনা, হলুদ । 

৩. আসবার কাঠাল, মেহগনি, গামারি, শিলকড়ই, সেগুন, শিশু, চিকরাশি, পিতরাজ, নিম তেলসুর, চাপালিশ, তুন।

  1. গ্রহনির্মাণ কাঠ, জাম, মেহগিনি, কড়ই, জারুল, গর্জন, আম, সোনালু, গজারি, তেলপুর, তুন, রেইন্টি, শিশু, কাঁঠাল, বাঁশ, বেত, সুন্দরী, গামারি, পশুর, তাল, আমুর।

৫. যানবাহন— জারুল, গর্জন, বাবলা, শাল, সুন্দরী, কড়ই, গামারি, শিশু, চাপালিশ, তুন, তেলসুর, পিতরাজ, বৈলাম, জাম, খয়ের, বহেড়া, হরিতকি, দেবদারু ।

৬. ফল আম, জাম, কাঠাল, নারকেল, সুপারি, পেয়ারা, তাল, কুল, খেজুর, জাম্বুরা, আতা, শরিফা, বেল, তেঁতুল, জলপাই, আমলকি, লটকন, কামরাজা, তাল, কলা, লিচু, তরমুজ, আনারস, ফুটি, জলপাই, চালতা, দাড়িম্ব

৭. শিল্প-কারখানা—গেওয়া, গামারি, বাশ, কদম, মালাকানা, চাপা, ছাতিয়ান, ইউক্যালিপটাস, বেত।

 

কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়

 

৮.মৌমাছি পালন-লিচু, পেয়ারা, লেবু, জাম্বুরা, জাম, বকুল, কেওড়া, খুলশী, রা নারকেল, সরিষা, আশফল। 

৯. কৃষি সরঞ্জাম-বাবুল, শাল, স্তন, ইউক্যালিপটাস, খয়ের, সুন্দরী, জাম, শিশু, কড়ই, কুল, গাব, তেঁতুল, বাঁশ, পিতরাজ, আম, লোহাকাঠ, জারুল।

১০. কুটির শিল্প-বাশ, বেত, মুর্তা, খয়ের, কদম, দ্রুত, শিশু, কুল, তাল, নারকেল, খেজুর, শিমুল, বেল, গামারি।

১১. ভূমি ক্ষয়রোধ–বাবলা, ইপিল ইপিল, করমচা, কেওড়া, শিশু, বাশ, কলা, খেজুর। 

১২. মাটির উর্বরতা বৃদ্ধি- অড়হড়, বগামেডুলা, শনপাট, ইপিল ইপিল, ধইঞ্চা, শোলা, মিনজিরি, বাবলা, খয়ের, আকাশমণি, ম্যানজিয়াম, কড়ই, ঝাউ, শিশু, আমলকি, বকল।

১৩, ওষুধ ও মশলা-নিম, বহেড়া, হরিতকি, অর্জুন, অশোক, তেঁতুল, কুরচি, চিরতা, মাটি বওলা, চন্দন, ইউক্যালিপটাস, আমলকি, এলাচ, চই, তেজপাতা, দারুচিনি, বাসক, লবঙ্গ।

১৪, তেল—বাজনা, পিতরাজ, নারকেল, কুসুম, মহুয়া, গর্জন, শাল, ওয়েল পাম।

১৫. দিয়াশলাই—শিমুল, কলম, ছাতিম, পিটালি ।

১৬, বাদ্যযন্ত্র—সেগুন, তুন, গামারি, শিশু, শিরিষ ।

১৭. কাগজ- গেওয়া, আখ, বাঁশ, নলখাগড়া।

 

কোন গাছ কি কাজে ব্যবহৃত হয়

 

১৮. প্যাকিং বাক্স- ছাতিম, শিমুল, চাপালিশ, আমড়া, আম, তুন, চাপা, সিভিট, রঙ্গন, ময়না, বাশ।

১৯. পেন্সিল-তুন, নিম, সিভিট, ভুতুম।

২০, রং—লটকন, নীল, বোককান, জাফরান, চন্দন, কুসুম, রকম, বকুল, সুপারি, গাব, আমলকি, বহেড়া।

২১. রাবার, গাম রজন রাবার, সফেদা, বুলেট, ওয়াক্সপাম, গাম,বেঞ্জামন, বাবলা।

আরও দেখুনঃ

Leave a Comment